Also Read
![]() |
How to Make Blogger Images Unclickable |
আজ আমি দেখাবো কিভাবে ব্লগ পোস্টের ছবি আনক্লিকেবল করবেন অনেক নতুন ব্লগার আছেন যারা এই বিষয়টি জানেন না যে ব্লগ পোস্টের ছবি আনক্লিকেবল করা যায় আমরা অনেকেই আছি ব্লগে কপি প্রটেক্ট কোড ব্যবহার করার পরেও আপনার ব্লগ পোস্ট এর ছবি চুরি হয়ে যাই বা অন্য কেও কপি করি এটি করলে আপনার ব্লগ পোস্টার ছবি কপি করতে পারবেনা যদি কপি প্রটেক্ট কোড দেয়া থাকে এই পোস্ট শুধু নতুনদের জন্য চলুন দেখে আসি কি ভাবে করবো।
কিভাবে ব্লগ পোস্টের ছবি আনক্লিকেবল করবেন।
১ প্রথমে আপনার ব্লগে লগইন করুন এবং post edit বা একটি নিউ পোস্টে ক্লিক করুন ।
২ এরপর একটি ছবি উপলোড করুন অথবা উপলোড করা থাকলে ছবির ওপরে ক্লিক করেন।
৩ এরপর লিংকে ক্লিক করুন এবং পোস্ট শেয়ার করে দেখেন আপনার পোস্ট করা ছবিটি আনক্লিকেবল হয়ে গেছে নিচের ছবিটির দিকে খেয়াল করুন।

